Logo Logo
Саҳифаи аслӣ - Parstoday
select * from website_contents where websiteid='11731' order by languageid
Саҳифаи аслӣ - Parstoday

Саҳифаи аслӣ - Parstoday

‘পার্সটুডে’ একটি ইরানি নিউজ সাইট। ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি’র ওয়ার্ল্ড সার্ভিসের ৭০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে এটি ২০১৬ সালের জানুয়ারি মাসে মূলধারার গণমাধ্যম হিসেবে কাজ শুরু করেছে। ''পার্সটুডে'' প্রতি মুহূর্তে বিশ্বের অন্তত ৩০টি ভাষায় চলমান ঘটনাপ্রবাহের খবর অনলাইনে তুলে ধরছে। এ ছাড়া, আরো কয়েকটি ভাষায় ''পার্সটুডে''-র সাইট চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। শর্টওয়েভ ফ্রিকোয়েন্সিতে রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছে ‘পার্সটুডে’। এ ছাড়া, আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। ইন্টারনেট সংযোগ থাকলে স্মার্টফোনের মাধ্যমেও আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে আমাদের সক্রিয় উপস্থিতি। ''পার্সটুডে'' যেসব ভাষায় খবর ও অনুষ্ঠান প্রকাশ এবং সম্প্রচার করছে সেগুলোর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, উর্দু, পশতু, আলবেনিয়, আরবি, আর্মেনিয়, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, হৌসা, হিব্রু, ইন্দোনেশিয়, ইতালিয়, জাপানি, কাজাকি, সাওয়াহেলি, পর্তুগালি, রুশ, স্প্যানিশ ও তুর্কি।মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহে ইরানের প্রভাবশালী ভূমিকা থাকার কারণে মূলধারার একটি গণমাধ্যম হিসেবে ''পার্সটুডে’র গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে।পার্সটুডে’র বাংলা বিভাগ রাজনৈতিক খবর ও সংবাদ বিশ্লেষণের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর ও প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করে আসছে। শর্টওয়েভ ফ্রিকোয়েন্সির রেডিও ছাড়াও ইন্টারনেটের অন্যান্য সব মাধ্যমেও বাংলা বিভাগের সার্বক্ষণিক উপস্থিতি রয়েছে।পার্সটুডে’র বাংলা বিভাগের রয়েছে কোটি কোটি শ্রোতা ও অনলাইন পাঠক যারা ছড়িয়ে রয়েছেন বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ সারাবিশ্বে। বিস্তারিত তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন.